বিচিত্র আর সৌন্দর্য্যে মধুমতি নদীর তীরে অবস্থিত ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ৪ নং টগরবন্দ ইউনিয়ন । সংগ্রাম ও স্বাধীনতার ঐতিহ্যে টগরবন্দ ইউনিয়ন মাথা উচু করে দাড়িয়ে আছে স্বগৌরবে। আর প্রতি নিয়ত টগরবন্দ ইউনিয়নের মানুষ যুদ্ধ করে আসতে মধুমতী নদীর ভাঙ্গনের সাথে।
অবস্থান- ৪ নং টগরবন্দ ইউনিয়নের পূর্বে আলফাডাঙ্গা ইউনিয়ন, উত্তরে গোপালপুর ইউনিয়ন, দক্ষিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ইউনিয়ন এবং পশ্চিমে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা অবস্থিত ।
ক) নাম – ৪নং টগরবন্দ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩১.২২ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৮,৪৬৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) মোট খানার সংখ্যা- ৪১৮৯ টি (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঙ) গ্রামের সংখ্যা – ২৪ টি।
চ) মৌজার সংখ্যা – ১৭ টি।
ছ) হাট/বাজার সংখ্যা - ৪ টি।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইজি বাইক/মোটর সাইকেল/ভ্যান |
ঝ) শিক্ষার হার – ৭৫% ( ৭ বৎসরের বেশি বয়সী) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
* মোট কর্মজীবি জনসংখ্যার হার- ৭৫% ( বিবিএস)
* সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি
* কলেজ- ১ টি
* উচ্চ বিদ্যালয়- ৩ টি।
* নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ২ টি।
* কমিউনিটি ক্লিনিক- ১ টি ।
* মাদ্রাসা- ১ টি।
* গোরস্থান- ২৭ টি |
* খেয়া ঘাট- ৩ টি |
* খোয়াড়- ৯ টি |
* এইচ.বি.বি রাস্তা- ৩ কি: মি: ।
* ইটের সলিং- ১০ কি:মি:।
* পিচ ঢালা রাস্তা- ১৪ কি:মি:।
* কাঁচা রাস্তা- ১০১ কি: মি: ।
* কালভার্ট- ৫০ টি।
* নলকূপ- ৩২০০ টি।
* মসজিদ- ৪৫ টি|
* মন্দির- ১৭ টি
*** জমির পরিমান - ৫২৬.৮১৩ হেক্টর।
ক) এক ফসলী- ৭.৭১৩ হেক্টর, খ) দো-ফসলী- ৪.১০০ হেক্টর,
গ) তিন ফসলী- ২.০০০ হেক্টর, ঘ) পতিত- ৫১৩ হেক্টর।
ঞ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব শেখ শাহীদুজ্জামান
ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – মধুমতি নদীর চর।
ড) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৫ ইং।
ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৫/১০/২০১২ ইং
২) প্রথম সভার তারিখ – ০৮/১১/২০১২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২১/০৭/২০১৬ইং
* ইউনিয়ন কমপ্লেক্স ভবন ও জমির বিবরন-
ক) খতিয়ান নং- ৫৯১
খ) দাগ নং- ৬২২ মোট জমির পরিমান- ০৭ শতাংশ।
ণ) গ্রাম সমূহের নাম –
০১/ কৃষ্ণপুর, ০২/ টগরবন্দ, ০৩/ তিতুরকান্দি, ০৪/ মালা, ০৫/ বড়ভাগ, ০৬/ কুমুরতিয়া, ০৭/ ইকড়াইল, ০৮/ শিয়ারপুর, ০৯/ টিটা,
১০/ নন্দীগ্রাম, ১১/ ফুলবাড়িয়া, ১২/ সাতবাড়িয়া, ১৩/ রায়ের পানাইল, ১৪/ চরডাঙ্গা ১৫/ পারশিয়ারবর, ১৬/ পানাইল, ১৭/ দেউডাঙ্গা, ১৮/ চরবকজুড়ি, ১৯/ চরআজমপুর, ২০/ চাপুলিয়া, ২১/ লাঙ্গুলিয়া, ২২/ ঘিদাহ, ২৩/ চরধানাইড়, ২৪/ সিকিপাড়া।
ত) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন সচিব- ১ জন |
৩) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্যোক্তা- ২ জন |
৪) গ্রাম পুলিশ- ০৯ জন |
*** ৪ নং টগরবন্দ ইউনিয়ন প্রতিষ্ঠাকাল - ডিসেম্বর ১৯৭৩
*** প্রতিষ্ঠাকালীন নির্বাচিত চেয়ারম্যান- জনাব আঃ হালিম মিয়া ।
তথ্য সূত্র- ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিসংখ্যান অফিস, এলজিইডি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস